সাইফু্ল ইসলাম সাইফ, চকরিয়া:
কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়ক হয়ে সবজির গাড়ি করে অভিনব পন্থায় মাদক চালান হচ্ছে এমন সংবাদ পায় র্যাব। পরে চকরিয়া খুটাখালী বাজার এলাকায় সবজি বুঝায় মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪শ পিচ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে চকরিয়া খুটাখালী বাজার এলাকায় কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মাদক ও মাদক কারবারিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চকরিয়া হাসেঁর দিঘি এলাকার জহিরুল ইসলামের ছেলে,ওয়াহিদুল ইসলাম মনির(২৯)
একই এলাকার জয়নাল আবেদীনের পুত্র মো:বেলাল (২৩)।
এই অভিযান বিষয়ে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার জানান,পর্যটন মৌসুম এবং নববর্ষকে কেন্দ্র করে মাদক কারবারি রা অভিনব পন্থায়, মাদক চোরাচালান করছে সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
র্যাব-১৫ এর অধিনায়ক আরও জানান, কক্সাবাজার র্যাবের ইতিহাসে এটি ২য় বৃহত্তর ফেনসিডিল চালান আটক করতে সক্ষম হয়।
এবং সামনে নববর্ষ,পর্যটন মৌসুমকে গিরে মাদকের পাচার গড়াতে না পারে সেই লক্ষে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত আছে।
আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এসময় র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।