চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া সিটি হাসপাতালে থেকে ফরিদ উদ্দিন নামের এক ভূয়া চিকিৎসককে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলা প্রশাসন আটক করতে সক্ষম হয়।
তিনি দীর্ঘদিন ডাঃ মাঈন উদ্দিন হিসেবে ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন।
সোমবার ১৬ মে দুপুরে চকরিয়া সিটি হাসপাতালে নির্বাহী ম্যাজিট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: রাহাত উজ জামান ওই অভিযান পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদে সনদের বিষয়টি ভূয়া প্রমাণিত হওয়ায় আটককৃত ফরিদ উদ্দিনকে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো তিন মাসের অতিরিক্ত সাজা প্রদান করা হয়।নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: রাহাত উজ জামান জানান.যাচাই বাছাই পূর্বক অভিযুক্ত ব্যক্তির ডাক্তারি সনদ ভূয়া প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়।এসময় ৫০ হাজার টাকা জরিমানা, এক বছরের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরো তিন মাসের অতিরিক্ত সাজা প্রদান করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও অভিযোগ রয়েছে চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ হাতুড়ে ডাক্তার, অপ্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ছাড়া বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের নামে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব স্থানেও অভিযানের দাবী স্থানীয়দের।
অভিযানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,থানা পুলিশের একদল ফোর্স ও আনসার সদস্য সাথে ছিলেন।