সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া:
চকরিয়া পৌর ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা কমিশনার পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী শাহেনা বেগম পৈত্রিক ও ক্রয়সূত্রে ভরামুহুরী মৌজার বি,এস খতিয়ান নং ২৭২, সৃজিত খতিয়ান ১৫৯৭,১৬১৩ বি,এস দাগ নং ৪৩০, জমির আয়তন ৩ শতক বা ৯ কড়া জমি প্রাপ্ত হয়। সেই জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করছে এই পরিবারটি।
থানার অভিযোগ সুত্রে জানাযায়, তাদের প্রতিপক্ষ জাহাঙ্গীর গং’রা জায়গারটির লোভে পড়ে শাহেনা বেগম ও তার পরিবারের উপর দীর্ঘদিন যাবত নির্যাতন, হামলা চালিয়ে দখলচেষ্টায় মরিয়া। পাশাপাশি সন্ত্রাসী দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তাদের। যেকোন মুহুর্তে বাড়ি ভাংচুর সহ বাড়িতে থাকা সবাইকে প্রাণে মারবে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
এই বিষয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাহেনা বেগমের ছেলে মোহাম্মদ আইয়ুব (জয় খাঁন) চকরিয়া থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জয় বলেন, মা-বাবা,ভাই বোন নিয়ে আমরা শান্তিপূর্ণ বসবাস করে আসছি। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর গংরা বলে বেড়াচ্ছে যেকোন মুহুর্তে আমাদের উপর হামলা করবে। রাতের অন্ধকারে বাড়ি জ্বালিয়ে দিবে। এসব করাচ্ছে আমার মামাতো ভাই দুবাই প্রবাসী জিয়াবুল হক ও তার পরিবার।
ভুক্তভোগী পরিবারের এই সন্তান আরও জানান, মূলত মানুষের জায়গা জমি দখল করা তাদের পেশা ও নেশা, তাঁরা সন্ত্রাসী প্রকৃতির লোকজন। উক্ত জমি আমার মায়ের নামে আর-এস, বি-এস, দিয়ারা, নামজারি সহ পৌরসভার ডিগ্রী রয়েছে।
প্রতিপক্ষরা আমাদের ভোগদখলীয় জমি কি মূল্যে দাবি করছে বুঝতে পারছি না। তিনি এই এই বিষয়ে প্রশাসনার হস্তক্ষেপ কামনা করেছেন।