শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের বন থেকে শহিদুল ইসলাম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ আগস্ট দিবাগত-রাতে লাশটি উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম পার্শ্ববর্তী ফাঁসিয়া খালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক বনায়নের এক পাহারাদার রাত্রিকালীন পাহারা দেওয়ার সময় শহিদুল ইসলামের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন। পরে খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার জানান, রাতে টহল দেওয়ার সময় বনকর্মীদের সাথে একদল লোকের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তারা গাছ কাটতে ওই বনে এসেছিলেন বলে জানানো হয় বনবিভাগের পক্ষ থেকে।
বনকর্মীদের গুলিতে মারা গেছে কিনা এমন প্রশ্নে ওসি বলেন, বনবিভাগের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে ঘটনার সময় তারা দুই রাউন্ড গুলি করে। কিন্তু সেই গুলিতে মারা গেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে বিস্তারিত জানা যাবে।