সাইফুল ইসলাম সাইফ:
কক্সবাজারের চকরিয়া থানায় মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে (বিজয়)ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
শুক্রবার (১৬) ডিসেম্বর রাতে থানা মাঠে এ টুর্নামেন্ট আরম্ভ হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সদর সার্কেল) মো: তফিকুল আলম।
এতে মোট-১০টি দলে বিভক্ত করে ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। দলগুলোকে নানা ধরনের ফুলের নামে নামকরণ করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর রাতে ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো: তফিক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,তরুন সমাজ খেলাধুলায় অংশ গ্রহন করলে অনেক ধরণের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। আমাদের সবাইকে মাদক,ইভটিজিং ও কিশোর গ্যাং সন্ত্রাসকে না বলতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বেশী করে করতে হবে। তাহলে সমাজ থেকে এ ধরণের অপরাধ কমে আসবে এবং যুব সমাজ এসব আনুষ্ঠানিকতায় সম্পৃক্ত হবে।
দলগুলোতে রয়েছেন সহকারী পুলিশ সুপার মো: তফিকুল আলম-রাজ সরকার,থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী-অর্ণব, টি আই মো:নাছির-পিয়াস,সাংবাদিক সাইফ-সোমেল,সাংবাদিক জাহেদ চৌধুরী-ইয়াছিন আরাফাত, এরফান-মামুন,গৌতম-ফারুক, সাদেক-রশিদ,রাশেদ-আরমান, মানিক-সুজয়। টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মো: ছাদেক।
উদ্বোধন অনুষ্ঠানে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল জব্বার, চকরিয়া শহরের ট্রাফিক ইন্সপেক্টর(টি আই) মো:নাছির উদ্দীন সরকার, থানার অপারেশন অফিসার রাজীব সরকার, সাব-ইন্সপেক্টর জামাল চৌধুরী শাওন সহ অনেকেই উপস্থিত ছিলেন।