নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির নামের একজন ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে চকরিয়া পৌরশহরের জমজম হাসপাতালে এই অভিযান পরিচালিনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান।
এসময় ভূয়া সেই চিকিৎসক কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গেলো পাঁচ বছর যাবত লিভার,পরিপাকতন্ত্র,ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ নামের পাশে বসিয়ে হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন এই ভুয়া ডাক্তার,অনেকেই তার ভূল চিকিৎসার শিকার বলে দাবী ভুক্তভোগীর স্বজনেরা।
এদিকে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে জমজম হাসপাতাল সহ অন্যান্য প্রাইভেট হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা,বিএমডির রেজিস্ট্রেশন, এমবিবিএসের সাটির্ফিকেট সহ যাবতীয় কাজপত্র উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাবর জমা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।