সাইফুল ইসলাম সাইফ:
পরিবেশের ভারসাম্য রক্ষা করি-নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।আগামীর প্রজন্মের জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যে চকরিয়াতে পরিবেশগত অবস্থা মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা চকরিয়া উপজেলার উদ্যোগে পৌরশহরের রুপসী বাংলা চাইনিজ কনভেনশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে বাপা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শরীফ জামিল বলেন,চকরিয়া,এবং মহেশখালীতে পরিবেশ মারাত্নক ঝুঁকিতে। পাহাড়,নদী, বন রক্ষা করা না গেলে আগামীর প্রজন্মের কাছে সকলকে দায়ী থাকতে হবে। বাপা চকরিয়া উপজেলা সভাপতি সাইদুল হক চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,বাপা কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী,জেলা বাপা’র
সাধারণ সম্পাদক কলিম উল্লাহ,সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম,চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আবু মো:বশিরুল আলম,চকরিয়া বাপার সাধারণ সম্পাদক অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদ ও যুগ্ন সম্পাদক মাস্টার বদিউল আলম,মাষ্টার এনামুল হক বক্তব্য রাখেন।
এসময় বাপার জেলা ও চকরিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।