বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

চকরিয়ায় নারী এমইউপি সদস্যের বাসা লুটের অভিযোগ

সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া খুটাখালী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তারের ভাড়া বাসায় লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩)জানুয়ারি দিবাগত রাতে খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল বাসার তালা ভেঙ্গে নগত টাকা,স্বর্ণ অলংকার,ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুট করে নিয়ে যায় দাবী এ এমইউপি সদস্যের।

মেম্বার পারভীন আক্তার জানান,বাড়ির মালিক কবির আহমদ দুইদিন পূর্বে বাসার বিদ্যুতের সংযোগ ,পানির লাইন কেটে দেওয়ার দেয়।

মঙ্গলবার রাতে আমার বাবার বাড়িতে,স্বামী মোহাম্মদ হানিফ চৌধুরী,চার মেয়ে সহ বেড়াতে যায়।পরদিন সকাল ১১টার দিকে বাসায় ফিরে দেখতে পায় জিনিসপত্র সবকিছু লন্ডভন্ড।ডাকাতরা নগত টাকা,স্বর্ণ অলংকার,ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুট করে নিয়ে যায়।তিঁনি আরো জানান,গত একবছর পূর্বে বাসাটি ভাড়া নিয়ে ছিলাম।বাসার মালিককে নিয়মিত বাসা ভাড়ার টাকা,বিদ্যুতের বিল পরিশোধ করে আসছিলাম।তিঁনি আরো জানান,বাসার মালিক কবির আহামদের কাছে অপরিচিত লোকজন প্রায় সময় আসে।তাদের পরিচয় জানতে চাইলে মালিকের সাথে দ্বন্দ্ব শুরু হয়।এবং কিছু মানুষ ব্যাচেলার বাসা চাইতে আসে।তাদের বাসা ভাড়া না দিতে পরামর্শ দিলে আরো ক্ষিপ্ত হয়ে একের পর এক আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে আসছে।

বিষয়টি নিয়ে চকরিয়া থানায় মেম্বার পারভীন আক্তার বাদী হয়ে বাসার মালিক কবির আহামদ ও তার স্ত্রীকে বিবাদী করে অভিযোগ জমা দিয়েছেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,এ ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...