সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া বরইতলি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য খালেদা বেগম ও সিএমপি’র’কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল দশটি তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
রবিবার (২৯জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরইতলি ইউপির তেইল্লাকাটা ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।এমইউপি সদস্য খালেদা বেগম জানান, সন্ধ্যায় বাড়ির ভিতরে বাহিরের লাইট জ্বালিয়ে দিয়ে দ্রুত একটি সালিসে যায়। এশারের সময় সালিশ শেষ করে বাড়িতে ফিরে দেখতে পায় রুমের সব জিনিসপত্র তচনচ । দরজা ড্রয়ারের দশটি তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্যসহ নানা জিনিসপত্র লুট করে নিয়ে গেছে চোরেরা।তিনি আরো বলেন, দীর্ঘ ২৫ বছর টানা বরইতলি ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আমি। এলাকায় আমার সাথে কারো বিরোধ নেই।
চট্টগ্রামের সিএমপি সিটির স্পেশাল ব্রাঞ্চে ইন্সপেক্টর হিসাবে কর্মরত ওসি নিজাম উদ্দীন বলেন, আমার পরিবার সারা জীবন এলাকার মানুষের জন্য কাজ করে গেছে।আমাদের এলাকায় সবার সাথে আমাদের সু সম্পর্ক।কারা এসব করেছে মাথায় আসতেছে না। বিষয়টি স্থানীয় প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল মোঃ তফিকুল আলম সহ একটি পুলিশের দল গিয়েছিলাম। চুরির ঘটনার বিষয়ে নানাভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।