সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা এলাকা থেকে ৭ হাজার ৬’শ পিস ইয়াবাসহ আজিজুল হক ভুট্টো (৪২)নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার ১১ জানুয়ারি সকাল ৯টায় ডুলাহাজারা রিংভং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটকৃত-ব্যক্তি উপজেলার পূর্ব বড় ভেওলার সিকদার পাড়ার মৃত মোজাফফর আহমদের সন্তান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে সাব-ইন্সিপেক্টর কামরুল ইসলাম,সহকারী-সাব-ইন্সপেক্টর আব্দুলাহ আল মামুন সহ পুলিশের চৌকস টিম অংশ নেন। ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী লেগুনা গাড়িতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।তার বিরুদ্ধে আইনে মামলা রুজু হচ্ছে।