বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

চকরিয়াতে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ

সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া:

চকরিয়ার ডুলাহাজারায় ছিনতাইকারী’র কবল থেকে মহিষ উদ্ধার করতে গিয়ে পুকুর থেকে দুই ট্রাক গর্জন সহ নানা প্রজাতির গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এসব গাছ ডুমখালী এলাকার একটি চক্র রাতের অন্ধকারে বন থেকে চুরি করে নানা টুকরো করে পুকুরে রাখছিল।

মঙ্গলবার সকালে ডুমখালী ২নং ওয়ার্ড রিজার্ভ পাড়া থেকে এসব গাছগুলো উদ্ধার করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান,একটি চক্র
সংরক্ষিত বন থেকে গাছগুলো কেটে ছিল।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে একইদিন ডুলাহাজারা মালুমঘাট এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক আটকে চারটি মহিষ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের নেতৃত্বে থানা পুলিশ সহ সহ ডুমখালী ২নং ওয়ার্ড রিজার্ভ পাড়া এলাকা থেকে এসব মহিষ ছিনতাকারী’র কবল থেকে একে একে উদ্ধার করে মালিকের কাছে হস্তাস্তর করেন।

চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান,ছিনতাইকারী’রা সড়কে ব্যারিকেড দিয়ে চারটি মহিষ নিয়ে যায়,পরে টানা তিন ঘন্টার চেষ্টায় মহিষ উদ্ধার করতে সক্ষম হয়।

গাড়ির চালক ও মহিষের মালিক জানান,আলিকদম থেকে মহিষগুলো ক্রয় করে উখিয়া নিয়ে যাওয়ার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মহিষ নিয়ে যায় তারা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার চকরিয়া সদর সার্কেল মো:তফিকুল আলম,ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকসুদ আহমদ।

ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান,মহিষ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এঘটনায় যারাই জড়িত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

 

সর্বশেষ খবর

জালালাবাদে স্বামীর দোষে স্ত্রী- দুগ্ধপোষ্য শিশু আটকঃ নাটকীয় কায়দায় মামলা

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী,...

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...