সাইফুল ইসলাম সাইফ:
চকরিয়ার মাতামুহুরী নদীর বুকে জেগে উঠা একাধিক চরে বাদামের বাম্পার ফলন হয়েছে।নদীর দুইপাড়ে বাদাম পরিচর্যায় কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন।ভালো ফলন হওয়ায় বাদাম চাষীদের মুখে এখন হাসি। ফলন ভালো তাই মজুরিও মিলছে ভালো তাই বাদাম চাষে নিয়োজিত নারী শ্রমিকেরাও খুশী ।
শীত মৌসুমে চকরিয়া পৌরসভা ৮ নাম্বার ওয়ার্ডের কোয়াজ নগর ও ১ নাম্বার ওয়ার্ডের বিশাল এলাকাজুড়ে বাদামের আবাদ হয়।কৃষকরা জানান,কম খরচে অধিক লাভ হয় বাদাম চাষে।তাই অনেকেই ঝুঁকছেন এ চাষে।
এছাড়াও উপজেলার কাকারা, সুরাজ-মানিকপুরসহ বিভিন্ন এলাকায় হয় বাদাম চাষ।
চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস,এম, নাছিম হোসাইন জানান,গত বছরের চেয়ে চকরিয়ায় বাদাম চাষ বেড়েছে।এবছর প্রায় ২’শ হেক্টর জমিতে চীনা জাতের বাদাম চাষ করা হয়েছে।
ক’দিন পরেই কৃষকরা এসব চর থেকে বাদাম তুলে রোদে শুকিয়ে ঘরে তুলবেন চাষীরা। আর প্রাপ্তির আলোয় ভরবে তাদের উঠোন এমনই আশাবাদ বাদাম চাষীদের।