হাফিজুল ইসলাম চৌধুরী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে ইতি আক্তার (১৯) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঘুমধুমের কচুবুনিয়া গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়,নিজ বাড়ির কক্ষে বৈদ্যুতিক পাকার সঙ্গে ইতিকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলে কক্ষের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ইতি আক্তার স্থানীয় কচুবুনিয়া গ্রামের আবদুল হকের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা এবং প্রেম ঘটিত বলে প্রমানিত হয়েছে।
এ ঘটনার পর ইতি আক্তারেে প্রেমিক পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা রাশেদুল হাসান (২৩) পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে। বলে জানান এসআই আল আমিন।