নিজস্ব প্রতিবেদক :
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে এবং টেকনাফের জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ৯ জন কারবারিকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে ৬ জন মিয়ানমারের, ২ জন রোহিঙ্গা ও ১ জন বাংলাদেশী নাগরিক।
টানা দুইদিনের এই অভিযান শেষ হয় বৃহস্পতিবার সকালে। পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, গভীর সমুদ্র ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের খবর পেয়ে ছদ্মবেশে অভিযান চালানো হয়। টানা দুইদিন সাগরে অবস্থান করে চালানটি জব্দ করা হয়৷ পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাৎক্ষণিক র্যাবের আরেকটি টিম টেকনাফ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে হুন্ডি ব্যবসায়ী জিয়াবুলকে আটক করে।
চক্রটি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে এবং হুন্ডির মাধ্যমে এই চক্রের টাকা লেনদেন করতেন জিয়াবুল বলে জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।
কক্সবাজারের মিয়ানমার থেকে জল ও স্থল পথে সমানভাবে ঢুকছে ইয়াবার চালান। স্থলে কড়াকড়ি বাড়লে সাগরপথে তৎপরতা বেড়ে যায় ইয়াবা কারবারিদের। তাই ইয়াবা পাচাররোধে উভয়পথে নজরদারি বাড়ানোর দাবী সচেতন মহলের।