আয়াছুল আলম সিফাত:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
বুধবার (২২ জুন) সন্ধ্যায় সাড়ে ৫টা সময় বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

নিহতের স্ত্রী সাজেদা বেগমের সাথে কক্সবাজার সদর হাসপাতালে কথা হয় টিটিএনের। তিনি জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এসময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়।
এসময় তাকে উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে আত্মীয় স্বজনরা। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।