টিটিএন ডেস্ক :
কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রীফ পূর্বিতার পাইলিং এর কাজ শেষ হয়েছে । এখন চলছে বেজ ফাউন্ডেশনের কাজ। ভি আই পি রোডে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় এর মোড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থানে এ প্রকল্পটি অবস্থিত। পাইলিং এ ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি হাইড্রোলিক প্রেস মেশিন (Hydraulic Press Machine )। নির্মাণে এ প্রযুক্তি ব্যবহারে অল্প সময়ে কাজের গুনগতমান বজায় রেখে অধিক কাজ করা যায়। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তর করা সম্ভব হবে। আরামদায়ক বসবাস ও পরিবেশের কথা চিন্তা করে এই প্রকল্পে সবুজায়নকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান সময়ে একটা বিল্ডিং কমপ্লেক্সে একটি পরিবারের ছোট-বড় সবার জন্য যে বৈশিষ্ট্য গুলো অবশ্যই থাকা প্রয়োজনীয় এই প্রকল্পে তার সকল ব্যবস্থা রাখা হয়েছে।
কোরাল রীফ পূর্বিতা প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্পে থাকছে :
• লাক্সারী এন্ড গ্রিনারী অ্যাপার্টমেন্ট • রুফটপ সুইমিং পুল • কিড্স সুইমিং পুল • জিম • চিলড্রেন প্লে জোন • কমিউনিটি হল • লাইব্রেরি • ওপেন এয়ার BBQ কর্নার সহ ইত্যাদি বৈশিষ্ট্য। কক্সবাজারের উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে কোরাল রীফের এই প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কক্সবাজারবাসীর জন্য নতুন মাত্রা যোগ করবে।
আরো বিস্তারিত জানতে ফোন করুন: 01730725248
ভিজিট করুন: www.purbita.coralreef.com.bd