কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে অফিসার্স ক্লাব মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী।
উক্ত ইফতার মাহফিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা খন্দকার মাহামুদুল হাসান,চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, মুক্তি যোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সম্প্রসারণ কর্মকর্তা তা. শাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রজব আলী, উপজেলা প্রকৌশলী কপিল আহমেদ, সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাছানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিক,উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।