কুতুবদিয়া প্রতিনিধি:
বিগত জোট সরকারের আমলে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুতুবদিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ আগষ্ট) বিকালে সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিলটি বড়ঘোপ নিউ মদিনা মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইট দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম),কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর,আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচএম সাজ্জাদ বক্তব্য রাখেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।