কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ণিমার জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
শুক্রবার বিকালে উপজেলার উত্তর কৈয়ারবিল ও আলী ফকির ডেইল এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমগীর মাতবর, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা আসন্ন অমাবস্যার পূর্বেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিকে নির্দেশ দেন।