কুতুবদিয়া প্রতিনিধিঃ
সঠিক পুষ্টিতে সঠিক জীবন এ প্রতিপাদ্যে
কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী
উপজেলা পুষ্টি তত্ত্বাবধায়ক মোঃ রায়হানের সঞ্চারলনায় উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রেজাউল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার,পুষ্টি কর্মকর্তা অলিক বড়ুয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।