কুতুবদিয়া প্রতিনিধিঃ
“সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি”
এ প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের উদ্যোগে ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে শেষ হয়। র্যালী শেষে নজরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল।
কুতুবদিয়া ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক হোছাইন শাখাওয়াত বশর খাঁন সাকু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আবদু রশিদ বাদশা, সংবাদকর্মী মহিউদ্দিন কুতুবী,উপজেলা ভলিবল প্রশিক্ষক মোঃ এজাবত উল্লাহ মনু,কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের সভাপতি রায়হান উদ্দিন বক্তব্য রাখেন।
র্যালী ও আলোচনা সভায় কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল,সহ সভাপতি মোঃ জনি,ক্রীড়া সম্পদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো: রাকিব, অর্থ সম্পাদক মোঃ আমির সদস্য হৃদয়, তামিম, সাকিব,আজম, সাহেদ, সাব্বির, আকিব, সুমন, জাহেদ, মোঃ কাইচার,সাব্বির,মিনহাজ,অভি, সহ আরো অনেক স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল বলেন, ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ভাবে ক্রীড়া দিবস পালিত হলেও কক্সবাজার জেলার মধ্যে অন্য কোথাও পালিত হয়নি। কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘ ক্রীড়া দিবস পালন করায় সংগঠনের প্রতিষ্ঠাতা হোছাইন শাখাওয়াত বশর খাঁন সাকুকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।