কুতুবদিয়া প্রতিনিধিঃ
কুতুবদিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নে রোমাই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় হালিমা ছিদ্দিকা(৫৫) নামের এক নারী গুরুতর আহত হয়। তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। আহত হালিমা ছিদ্দিকা মৃত তালেব উল্লাহ স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়ঘোপ রোমাই পাড়া গ্রামে মৃত তালেব উল্লাহর ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার মোঃ হোসন বাদশার সঙ্গে বিরোধ চলছিল। সোমবার মৃত তালেব উল্লাহর পুত্র তাসিব ও রাকিব জমিতে মাটি ভরাট করতে গেলে মোঃ হোছন বাদশা ও তার লোকজনের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মৃত তালেব উল্লাহর স্ত্রী গুরুতর আহত হয়।
মৃত তালেব উল্লাহ পুত্র আরমান কাউছার রাকিব বলেন, আমার পৈত্রিক জমিতে মাটি ভরাট করতে গেলে মৃত এজাহার মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী আবদু শুক্কুর(৫০), মোঃ হোছন বাদশা(৬০), হোছন বাদশার পুত্র মোঃ মিজানুর রহমান(২৮), আবদু শুক্কুরের পুত্র মোঃ রাকিব(২৫) ও আকিব(২৩) দেশি ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় আমার মা গুরুতর আহত হন। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার বলেন,ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।