কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে বিকাল পর্যন্ত কুতুবদিয়া উপজেলা বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সাথে ছিলেন কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমূক।
দুপুরে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কুতুবদিয়া সরকারি কলেজ পরিদর্শন করেন।
প্রশাসক মোঃ মামুনুর রশীদ কুতুবদিয়া সরকারি কলেজ পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম। জেলা প্রশাসক কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।