কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীতে ভর্তির কার্যক্রম লটারীর মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল হলরুমে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।
কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব বেলাল হোছাইন, ভর্তি কমিটির আহ্বায়ক মাস্টার মজিবুর রহমান মিন্টুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীর ফরম বিতরণ করা হয়েছে ৭২৯টি, লটারির মাধ্যমে ৪৮০ জন নির্বাচিত করা হয়।
লটারীতে প্রথম হয়েছে অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইফুল ইসলাম দ্বিতীয় হয়েছে এম.এইচ গ্রামার স্কুলের ইফতেয়ার বোশরা ইসনাত, তৃতীয় হয়েছেন কুতুব আউলিয়া কিন্ডারগার্টেন স্কুলের হাবিবুল হাসান আনিল। লটারীর মাধ্যমে নির্বাচিতদের তালিকা স্কুলের ফেসবুক আইডি ও স্কুল নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।