আবুল কাসেম, কুতুবদিয়া:
কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয়ের ৫১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা,প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিমল কান্তি শীল, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রুবেল,আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইখতিয়ার উদ্দিন সিদ্দিকী,কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাখাওয়াত বশরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
কুতুবদিয়ার কৃতি ফুটবল খেলোয়াড় আকতার হোছাইন বাতুকে শ্রেষ্ট ফুটবল খেলোয়াড় হিসেবে পুরুষ্কিত করা হয়।
বক্তারা বলেন, কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘ প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে থাকে, প্রতিটি এলাকায় সামাজিক সংগঠনের মাধ্যমে যুব সমাজকে মাদক,জুয়া,অসামাজিক কাজ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অমজাখালীর মত এলাকায় কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘ যুব সমাজকে একত্রিত করে যে সামাজিক কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসনীয়।