কুতুবদিয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী কুতুবদিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে উক্ত সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফার ও আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশার যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
উক্ত সম্মেলনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সহ জেলা আ’লীগের নেতৃবৃন্দ।
এতে জেলা ও উপজেলার আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোঃ তাহের। এবং মোঃ রমিজ আহমদ কুতুবীকে ১নং সহ-সভাপতি, মোঃ আসাদৌল্লাহ চৌধুরীকে সহ-সভাপতি, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।