কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে কুতুবদিয়া উপজেলা বিএনপি।
শনিবার বিকালে কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদের নেতৃত্বে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ জানান, বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য ভারতে নির্বাসিত কক্সবাজারের কৃতি সন্তান আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ নির্দেশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে কুতুবদিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে খুব শীগ্রই সহায়তা প্রদান করা হবে বলে জানান। এছাড়া তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানান।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী,উপজেলা বিএনপি সহ-সভাপতি ও লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার(এমইউপি), সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোছাইন ভূট্টো, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আহম্মদ কবির সিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এনাম কুতুবী,সদস্য সচিব নুরুল ইসলাম নুরু,যুগ্ম আহ্বায়ক রফিক আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, বেলাল উদ্দিন, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক জিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
গত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল-আমিন মার্কেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সবকিছু হারিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।