কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা এ্যাডভোকসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে কুতুবদিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র সঞ্চালনায় উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান, কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম সিকদার, উপজেলা ফিশারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, আজকের পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম বক্তব্য রাখেন।
উক্ত সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সঠিক ভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মরতদের দিকনির্দেশনা দেওয়া হয়।