কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে সংস্থার উপজেলা সভাপতি আকবর খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা।
কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এমএম হাছান কুতুবীর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান ,উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, কুতুবদিয়া
অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এ মান্নান, এডভোকেট এস.এম সাইফুল্লাহ
খালেদ, আল-ফারুক দাখিল মাদ্রাসার সুপার মাও: মোর্শেদুল মান্নান, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক কাইছার সিকদার, কেডিএফ পরিচালক আশফাক আলম খালেদ প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার অন্তত ৫৫টি স্কুল,মাদ্রাসা, এতিমখানার ৬ শত মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
একই সাথে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কুতুবদিয়া উপজেলা শাখায় নতুন আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সাংবাদিক এমএম হাসান কুতুবীকে সভাপতি, আশফাক আলম খালেদকে সহ-সভাপতি ও এডভোকেট এস.এম সাইফুল্লাহ খালেদকে সাধারণ সম্পাদক করা হয়।