বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

কুতুবদিয়ায় ফিশিং বোটের ধাক্কায় লবণ বোঝাই কার্গোবোট ডুবি

কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়া চ‍্যানেলে নোঙর করা লবণ বোঝাই একটি কার্গোবোট ডুবে গেছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৭ টার দিকে লেমশীখালী দরবার জেটি ঘাটের উত্তর পাশে দূর্ঘটনার শিকার হয় লবণ ভর্তি বোটটি।

প্রত‍্যক্ষদর্শী দরবার জেটি ঘাটে টোল আদায়কারি নাজেম উদ্দিন নাজু জানান,বুধবার সকাল ৭ টার দিকে দরবার ঘাটের উত্তর পাশে লবণ বোঝাই নোঙর করা কার্গোবোটকে পেছন থেকে আসা জেনি আক্তার নামের একটি ফিশিংবোট সজোরো ধাক্কা দেয়।
মুহূর্তেই কার্গোবোটে থাকা ৪ জন মাঝি মাল্লা সাগরে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে কূলে ওঠেন। কার্গোটি আস্তে আস্তে তলীয়ে যায়।

কার্গোবোটের মালিক লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্মার নেজামুল হক জানান, বুধবার সকালে তার মালিকানাধীন এমবি নজরুল নামের বোট লবণ নিয়ে নারায়ণগঞ্জ যাবার অপেক্ষায় সাড়ে ৪ হাজার মণ লবণ লোড সহ নোঙর করা ছিল।

এমন অবস্থায় বাঁশখালীর জনৈক মোক্তার কোম্পানির ফিশিং বোট পেছন থেকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায়। প্রায় ৩৫ লক্ষ টাকার শুধু লবণ পানিতে মিশে গেছে।

ফিশিং বোটের মালিক মোক্তার কোম্পানী জানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ডুবে যাওয়া বোটটি উদ্ধার করার জন্য ডুবুরি টিমের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ শুরু করবে বলে তিনি জানান।

লেমশীখালী ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ জানান, সকালে দরবার ঘাটের পাশে ফিশিং বোটের ধাক্কায় একটি লবণ বোঝাই কার্গোবোট ডুবে যায়, উভয় বোটের মালিকদের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ শুরু হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর

নিজর এক্কান জাগা অদ্দে ঘর পাইয়ি

    শিপ্ত বড়ুয়া, রামু(কক্সবাজার): কামাল হোসেন (৭০)। উপজেলার রশিদ নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ছিলেন। দীর্ঘদিন ধরে এঘর থেকে ওঘর ঘুরতে ঘুরতে অবশেষে ঠাঁই হয়েছে নিজের...

সদর উপজেলায় ২১৫ ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

মুরাদ মাহমুদ চৌধুরী : দেশে একজনও ভূমিহীন থাকবে না। নিজের ঘরেই শান্তিতে ঘুমাবে দেশের জনগন। এমনই উদ্যেশ্যে গৃহহীনদের ঘর দেয়ার কার্যক্রম শুরু করে সরকার। এ...

চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে নির্যাতন: ৭ পুলিশ সদস্যকে ব্যবস্থা নিতে সুপারিশ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে...

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...