স্টাফ রিপোটার, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ওয়ার্ড বিজিবির চেকপোস্ট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জামাল হোসন(৩৬)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে জানতে পারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী আমতলী ঘুনা এলাকায় আবুল কালাম ড্রাইভারের পরিত্যাক্ত বাড়িতে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা মজুদ রয়েছে।
তাৎক্ষণিক আমার নির্দেশে এসআই যায়েদ হোসেন, এএসআই মতিনসহ পুলিশের একটি টিম আবুল কালামের পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।