নিজস্ব প্রতিবেদকঃ
স্কুলের গণ্ডি কেউ পেরিয়েছেন ৪০ বছর আগে, কেউ পেরিয়েছেন ২০ বছর আগে আবার কেউ পেয়েছেন ১০ বছর আগে। আবারও সেই সবুজ ঘাসের ক্যাম্পাসে মিলিত হচ্ছে একসাথে। আবারও ফিরে যাবে সেই স্কুলজীবনের ছেলেবেলায়। আবারও গল্পে গল্পে সেই স্মৃতিতে ফিরে যাবে সবাই।
সেই স্মৃতি রোমন্থনের জন্যই রাত পেরুলেই ২৩ ডিসেম্বর শুক্রবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৬২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে মিলনমেলার। যেটির উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাক্তন শিক্ষার্থী ড. শিরীণ আখতার।
পুনর্মিলনীকে ঘিরে প্যান্ডেল নির্মান ও সাজসজ্জাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কসবাউবিয়ান মিলনমেলার আহবায়ক তানিয়া কাসেম। তিনি বলেন, প্রায় ১ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেবেন মিলনমেলার দিনব্যাপী অনুষ্ঠানে।
দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে র্যালী, প্রতিকী এসেম্বলি,শপথ বাক্য পাঠ,আগত অতিথিদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ,সংগীতানুষ্ঠান, র্যাফল ড্র, প্রীতিভোজ।