ইমরান হোসাইন :
নিজের কর্ম আর গুণে সকল শ্রেণি-পেশার মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্। সদালাপী, মিষ্টভাষী এই ব্যক্তি পুরোটা জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দলের জন্য যেমন নিবেদিত। তেমনি সাধারণ মানুষের জন্য সবকিছু করতো নিঃস্বার্থ। তাঁর অকাল প্রয়াণে আমরা মূল্যবান রত্ন হারিয়েছি।
শুক্রবার সন্ধ্যায় টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্’র জানাজা পূর্ববর্তী এসব কথা বলেন আওয়ামীলীগ নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম প্রমুখ।
শুক্রবার সকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্। তিনি টৈটং ইউনিয়ন পরিষদের দুই মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমরণ তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, এক ছেলে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদে মাগরিব টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।