বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

করোনা ভীতি নেই, ঈদগাহ ময়দানে মুসুল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারিতে থমকে যাওয়া ঈদের আনন্দ এবার ফিরে এসেছে। টানা দুই বছর পর সমবেত ঈদের নামাজ আদায় করেছে মুসলিম উম্মাহ। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। পরে দেশের করোনা মুক্ত ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদগাহ ময়দানে নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ, পৌরসভার মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র মাহবুবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে দলাদলি, হানাহানি, লোভ, হাঙামা, বিশৃঙ্খলা থেকে মুক্ত হয়ে সকলের মধ্যে যেন সম্প্রতির মূল্যবোধ জাগ্রত হয় সেই প্রত্যাশা করেন তারা।

টানা দুই বছর করোনা পর ভীতি ছাড়া উন্মুক্ত জায়গায় ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিয়োজিত ছিলেন ঈদগাহ ময়দানে। দীর্ঘদিন পর উন্মুক্ত জায়গায় নামাজ পড়তে পেরে ঈদগাহ ময়দান ছাড়িয়ে স্টেডিয়াম সড়কও কানায় কানায় পূর্ণ হয় মুসুল্লিদের ভীড়ে।

সর্বশেষ খবর

জালালাবাদে স্বামীর দোষে স্ত্রী- দুগ্ধপোষ্য শিশু আটকঃ নাটকীয় কায়দায় মামলা

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী,...

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...