সংবাদ বিজ্ঞপ্তি:
আজ ১৩ মে কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি কলকাতার যাদবপুর ১১৯ লাউডন স্ট্রিটের রেড এন্ড কিওর হোমে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বিখ্যাত এই কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরনে কবির জীবনীর উপর আলোচনা এবং তার কবিতা পাঠের আয়োজন করেছে কক্সবাজারের বাচিক শিল্প প্রতিষ্ঠান শ্রুতি আবৃত্তি অঙ্গন।

শুক্রবার বিকেলে কক্সবাজার আইন কলেজের সম্মেলন কক্ষে শ্রুতি আবৃত্তি অঙ্গনের সদস্য সৌতি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উপলক্ষে এক আলোচনা সভায় কবির জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক জুয়েল কুমার ধর অর্জন।

এসময় বক্তব্য রাখেন শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, সদস্য সৌরভ দেবসহ অনেকেই। বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের ছোটো জীবনে বিপ্লবী সৃষ্টি গুলোর উপর আলোচনা করেন। মাত্র ২১ বছর বয়সে যা লিখে গেছেন তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
পরে কবি রচিত বিভিন্ন কবিতা পাঠ করেন শ্রুতি আবৃত্তি অঙ্গনের বন্ধুরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সুমন চৌধুরী বাবু, রাহুল মহাজন, ইনজামামুল হকসহ ৫ম আবর্তনের শিক্ষার্থীরা।