শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনার গোমর ফাঁস হয়েছে। প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যা করতে এসে ধৃত হয়েছে রুবেল (৩২) নামের এক যুবক।
১৬ আগস্ট সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঈদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুতিয়া পাড়া এলাকা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঐ এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে তোফায়েল আহমেদ টুলুকে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে হত্যার কন্ট্রাক্ট নেন। সে হিসেবে দীর্ঘ দেড় মাস ধরে হত্যার চক আঁকে, ঘটনার দিন সন্ধ্যায় টুলু ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল দেশীয় তৈরি লম্বা বন্দুক নিয়ে গুলি করতে আসে। এ সময় রুবেলের গতিবিধি সন্দেহ হলে তোফায়েল আহমেদ টুলু তাকে হাতে নাতে ধরে পেলে।
পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনকে জানালে সে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুবেলকে শালিস বিচারের আশ্বাস দিয়ে ছেড়ে দেয় এবং অস্ত্রটি তার হেফাজতে নেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তড়িঘড়ি করে কামাল মেম্বারসহ তার সহযোগিরা গা ঢাকা দেয়। পরদিন চিরুনি অভিযান চালিয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নির্দেশে এসআই নোমান সিদ্দিকীসহ একদল পুলিশ পরদিন ১৭ আগস্ট বেলা ১২ টার দিকে আটক করে। তোফায়েল আহমেদ টুলু জানান, ঈদগড়ের এক ব্যক্তির ইন্দনে তাকে হত্যার পরিকল্পনা করেছিল, সে হিসেবে রুবেলকে অগ্রীম ৪০ হাজার টাকা এবং একটি লম্বা বন্দুক প্রদান করেন।
বিষয়টি আঁচ করতে পেরে সতর্ক হয়েছি।হত্যার মিশন বাস্তবায়ন করতে এসে হাতে নাতে ধরে পেলি। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন এবং সমাজপতিরা বিচারের আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেয়। পরদিন পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত রুবেল ও তোফায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল, এদিন তোফায়েল আহমেদ টুলু রুবেলকে দা দিয়ে কোপ দিলে পরে অস্ত্র নিয়ে আসে রুবেল। অস্ত্র আইনের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।