নিজস্ব প্রতিবেদক:
আরব সাগর তীরের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হলো আর তার ঢেউ লেগেছে বঙ্গোপসাগরের তীরে।
বিশ্বকাপের হট ফেভারিট দল আর্জেন্টিনার সমর্থকের সাগর তীরের শহরে ২১ নভেম্বর দুপুর দুইটায় কক্সবাজার ‘আর্জেন্টিনা সমর্থক ফোরাম’র উদ্যোগে বাহার ছড়া গোল চত্বর মাঠ থেকে বিশাল মোটর শোভাযাত্রা ও মিলনমেলার ডাক দিয়েছে।
ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে এ নিয়ে চলছে প্রচার প্রচারনা,ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানানো হচ্ছে কক্সবাজার আর্জেন্টিনা সমর্থক ফোরামের এই আয়োজনে শামিল হতে।
এর আগে শুক্রবার বিশ্বকাপের আরেক টপ ফেভারিট দল ব্রাজিল সমর্থকেরাও মটর শোভাযাত্রা ও র্যালী করে তাদের অবস্থান জানান দেন।তার তিন দিন বাদে আর্জেন্টাইন সমর্থকেরাও এই আয়োজনে কোমর বেধে নেমেছেন। আর্জেন্টিনা সমর্থক ফোরামের সংগঠক এহসান আল কুতুবী জানিয়েছেন, সোমবার নীল সাদার শহরে পরিনত হবে কক্সবাজার।