আব্দুর রশিদ মানিক :
১৯৬২ সালে স্থাপিত দক্ষিণ চট্টগ্রামের সর্ব বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ ২০২২ সালে এসে পূর্ণ হয়েছে ৬০ বছরে। কলেজের ৬০ বছর পূর্তিতে আগামি ২০২৩ সালের ৪ মার্চ কলেজ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য পুনর্মিলনী ‘হীরকজয়ন্তী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে কলেজটির সাবেক অধ্যক্ষ এবং প্রাক্তন শিক্ষার্থী ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্র সংসদের প্রথম জিএস বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীর, সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাবোক ভিপি এডভোকেট নুরুল ইসলাম,সানা উল্লাহ,সাবেক জিএস আবুল হাশেম সাবেক ভিপি , সৈয়দ করিম, মনজুরুল হাসানসহ অনেকে।
কক্সবাজার সরকারি কলেজের হীরকজয়ন্তী উদযাপনকে স্বরণীয় করে রাখতে আয়োজন করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রার, অনুষ্ঠানের।
প্রথম সাধারণ সভায় কলেজের সাবেক জিএস মেয়র মুজিবুর রহমানকে আহ্বায়ক সাবেক অধ্যক্ষ এবং প্রাক্তন শিক্ষার্থী ফজলুল করিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যেখানে কোষাধ্যক্ষ সাবেক শিক্ষার্থী সাইফুল কবির রনি, প্রধান সহকারী সদস্য সচিব শাহেদ আলি অলিদ, সহকারী সদস্য সচিব নারিমা জাহান।