সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
গতকাল রবিবার (৩১ জুলাই) রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত একটি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন রাজিবুল ইসলাম মোহাম্মদ মোস্তাক এবং যুগ্ম আহবায়ক ক্রমান্বয়ে আশরাফ হোসেন হৃদয় ,নুরুল আবরার সাকিব , সৈয়দ সাফাওয়া সজীব ,শাহেদুর রহমান ,আবুল মনসুর ,ইশতিয়াক হোসেন খোকা, রবিউল হাসান সাকিব ,নাজমুস সাকিব সোহাগ ,জায়েদ মোহাম্মদ ফরহাদ ,মো: আবদুল্লাহ ,রিয়াজ উদ্দিন রানা ,আসিফুল করিম আসিফ ও মিজানুর রহমান মিজান।
দীর্ঘদিনের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুতির জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনিয়ে একদিনে জেলার মোট ৪টি ইউনিটের কমিটি অনুমোদন দিল জেলা ছাত্রলীগ। এর আগে গতবছরের ১৩ এপ্রিল টেকনাফ ও মাতামুহুরি উপজেলা ছাত্রলীগ এর কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
প্রসঙ্গত, ২ নভেম্বর ২০২০ সালে কেন্দ্রীয় কমিটি কক্সবাজার জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি ঘোষণা করে।