বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

কক্সবাজার শহরের প্রধান সড়ক এখন সিএনজি স্টেশন

আব্দুর রশিদ মানিকঃ

কক্সবাজার শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকা। যেখানে দীর্ঘ যানজট যেনো নিত্যসঙ্গী। সড়কের উপরেই হঠাৎ চোখে পড়লো, সিএনজি থেকে চাঁদা নিচ্ছে একজন ব্যক্তি। তার কাছে কেন রাস্তায় দাঁড়িয়ে চাঁদা নিচ্ছেন জানতে চাইলে তার সাফ জবাব, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন সেতুর পক্ষ থেকে নেওয়া হচ্ছে এ চাঁদা।

পরে কাউন্সিলর সেতুর কাছে বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। তবে এসবের সাথে তিনি জড়িত নন বলে দাবী করেন।

বাজারঘাটা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দিকে তেড়ে আসে সিএনজি সংগঠনের নেতা দাবি করা এই ব্যাক্তি। তিনি উল্টো সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছে বলে দাবী করেন। –

কেনো রাস্তার উপর গাড়ি পার্কিং করেছে এটার সদুত্তর দিতে পারেননি কোনো চালক। তবে তারা বলেন পৌরসভাকে ২০ টাকা জেলা পরিষদকে ১০ টাকাসহ আরও নানান চাঁদা দিতে হয় এই অবৈধ পার্কিংয়ের জন্য।

কক্সবাজার শহরের প্রধান সড়ক। সড়কটির কাজ শেষ হতে না হতেই চলছে চরম নৈরাজ্য। রাস্তা দখল করে দুই পাশে গড়ে উঠেছে পার্কিং স্টেশন। রাস্তার উপর পার্কিং করে ভাড়ায় যাচ্ছেন সিএনজি চালকেরা। রাস্তার উন্নয়ন হলেও এখানে যানজট যেন নিত্যসঙ্গী। ফলে দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

প্রধান সড়কের এমন নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা।

এছাড়াও বাজারঘাটা থেকে নাপিতা পুকুর পর্যন্ত রাস্তা দখল করে অঘোষিত স্টেশন বানিয়েছে সিএনজি চালকেরা। ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকাও একই অবস্থা।

কক্সবাজার শহরের প্রধান সড়ক সবশ্রেণী পেশার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানকার সড়কের শৃঙ্খলা ফেরাতে কক্সবাজার ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সুশীল মহল।

সর্বশেষ খবর

সদর উপজেলায় ২১৫ ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

মুরাদ মাহমুদ চৌধুরী : দেশে একজনও ভূমিহীন থাকবে না। নিজের ঘরেই শান্তিতে ঘুমাবে দেশের জনগন। এমনই উদ্যেশ্যে গৃহহীনদের ঘর দেয়ার কার্যক্রম শুরু করে সরকার। এ...

চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে নির্যাতন: ৭ পুলিশ সদস্যকে ব্যবস্থা নিতে সুপারিশ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে...

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...