তানভীর শিপু :
প্রায় ৭ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন নেতৃত্ব পেলো কক্সবাজার জেলা আওয়ামীলীগ। সব বক্তাদের যখন বক্তব্য শেষ তখন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ঘোষনা দিলেন সভাপতি সাধারণ সম্পাদকের নাম। এরমধ্য দিয়ে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পূণরায় সভাপতি নির্বাচিত হন ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেনো দলে স্থানে দেয়া না হয়।
দলের নেতাদের সতর্ক করে তিনি আরো বলেন, আ’লীগের নেতারা কি করেন সব দেশের মানুষ জানে। ক্ষমতায় আছেন বলে মানুষ কিছু বলেনা।
এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ অনেকেই।