নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার কটেজ জোনের দালাল চক্রের মূলহোতা টমটম মালেক (৩০) গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশের সদস্যরা।
রোববার (১৪আগস্ট) সকাল ৮টার দিকে কক্সবাজার পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, টমটম মালেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে এবং বিভিন্ন হোটেলে নিয়ে জিম্মি করে টাকা আদায় করতো। এবংপ্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে মালেক এই কাজ করতো করে।তার গ্রুপে ৩০ জনের উপর দালাল সদস্য কাজ করে। মালেক প্রাথামিক কটেজ জোনের টর্সার সেলের সংশ্লিষ্টতা কথাও স্বীকার করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।