আব্দুর রশিদ মানিক:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেছেন, কক্সবাজার আর শহর থাকবে না কক্সবাজার হবে একটি মেগা সিটি। সিঙ্গাপুরের চেয়ে কক্সবাজারকে উন্নত করার জন্য সরকার আন্তরিক জানিয়ে তিনি জানান, কক্সবাজারের উন্নয়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।
শনিবার সকালে কউক মাল্টিপারপাস হলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের যোগদান ও পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সচিব এসব কথা বলেন।
এসময় সভাপতির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর নুরুল আবছার বলেন, নবনিযুক্তদের সততার সাথে দেশের জন্য কাজ করে যেতে হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কউক প্রকৌশল বিভাগের সদস্য লে. কর্নেল খিজির খান, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মাসুকুর রহমান বাবু, সদস্য এড. প্রতিভা দাশ।
পরে নবনিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নিয়োগপত্র তুলে দেওয়া হয়।