মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

কক্সবাজারে ৪ ইয়াবাকারবারীকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

ইয়াবা পাচারের দায়ে ১ রোহিঙ্গাসহ ৪ ইয়াবাকারবারীকে মৃত্যুদন্ড দিয়েছেন কক্সবাজার জেলা জজ আদালত। সেই সাথে আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে। মাদক আইনে এটিই প্রথম যেখানে সর্বোচ্চ সংখ্যক আসামীকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দন্ডিতরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন জানিয়ে কক্সবাজার আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, এটি একটি সন্তোষজনক রায়। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিই ফুটে উঠেছে রায়ে।

আসামী পক্ষের আইনজীবী এস এম জসীম উদ্দিন রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে বলেন, তারা উচ্চ আদালতে যাবেন।

২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যা ৭ টায় র‍্যাব-১৫ অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকা থেকে একটি ফিশিং বোট আটক করে। সেখান থেকেই মো: আয়াজ ও মো: বিল্লাল নামে দুজনকে ১৩ লাখ পিস ইয়াবা, ১০ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার মোঃ হারুনর রশীদ বাদী হয়ে ২ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এরপর আটক আসামীদের দেয়া তথ্য মতে
পলাতক আজিমুল্লাহ ও আবুল কালামকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫ এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার ২০২১ সালের ১০ জুন আদালতে মামলাটির চার্জশীট প্রদান করেন। দ্রুত সময়ে বিচার কার্যক্রম শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।

মামলায় দন্ডিতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৩ এর ব্লক-এইস-১৬ এর মোঃ বশির আহমদ ছেলে মোঃ আয়াজ (৩৪), কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত আবদুল মজিদ ছেলে আবুল কালাম (৩৭), খাগড়াছড়ি জেলার মানিকছড়ির পঞ্চরাম পাড়ার মকবুল আহমদ ছেলে আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার ফয়জুল হক ছেলে আবুল কালাম (৩৭)

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...