শামীমুল ইসলাম ফয়সাল:
স্থানীয় সরকার বিভাগের প্রবৃদ্ধি প্রকল্প এবং সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা সুইস কনটাক্টের উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পৌরসভার সক্ষমতা বিষয়ক কর্মশালা ।
শুক্রবার বিকেল তিনটার দিকে ইনানীর হোটেল রয়েল টিউলিপে দুইদিনব্যাপী আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও প্রবৃদ্ধি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো শহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের মনিটরিং ইন্সফেকশন এন্ড ইভালুয়েশন উইং এর মহাপরিচালক ড. মোহাম্মদ সরোয়ার বারী, সুইস কনটাক্টের কান্ট্রি প্রধান মুজিবুল হাসান, ম্যাবের সভাপতি মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহসভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সুইস কন্টাক্টের প্রবৃদ্ধি কার্যক্রমের প্রধান মার্কাস ইহমান, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিনি হ্যানচজ পিগনানী বক্তব্য রাখেন।
কর্মশালায় দেশের শিবগঞ্জ, ভৈরব, এই চারটি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকগণ, পৌরসভার মেয়র, কর্মকর্তা, কাউন্সিলরগণসহ উদ্যোক্তাগণ অংশ নিচ্ছে।
বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এবং সুইস কনটাক্টের উদ্যোগে প্রবৃদ্ধি প্রকল্প স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে।