আব্দুর রশিদ মানিক :
কক্সবাজারে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। বাংলাদেশ অলিম্পিক এসোশিয়েসনের আয়োজনে এবারের আসরে জেলার নয়টি উপজেলার চারশতাধিক তরুণ তরুণী ৮টি ইভেন্টে অংশ নিচ্ছে।
উপজেলা পর্যায় থেকে আসা তরুণ তরুণীরা এ্যাথলেটিক্স, ফুটবল, হকি, কারাতে, উশু, ব্যাডিমিন্টন, কাবাডি, দাবা, তায়কোয়ান্ডোসহ নানান ইভেন্টে অংশ নিয়েছে।
মঙ্গলবার দুপুরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় তিনি বলেন, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা অবশ্যই জরুরী। যেটির প্রভাব মানবজীবনের সবক্ষেত্রেই রয়েছে।
তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতে এমন আয়োজন বলে জানান আয়োজকেরা। জেলা পর্যায় থেকে প্রথম হওয়া খেলোয়াড়েরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। সেখান থেকে যাবে জাতীয় পর্যায়ে।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি জাহিদ ইকবাল সহ অনেকে।