জেসমিন আকতার জেসিয়া :
বর্তমান সরকারের নেতৃত্বে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে শুরু হচ্ছে কক্সবাজারে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি স্টল। এবারের মেলায় থাকছে মিডিয়া কর্নার। শনিবার বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা পর্যায়ের এই মেলা শেষ হবে।