নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভাতিজা তারিফ হাসানের দায়ের কুপে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে চাচা মোর্শেদ আলমেরর (৩৬)।
বুধবার সন্ধ্যায় খুরুশকুলের হাটখোলা পাড়ায় এঘটনা ঘটে। গুরুতর আহত ওই এলাকার মৃত নজির আহমদ। তিনি হানিমুন রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
খুরুশকুলের ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, বেদারুল আলমের ও মোরশেদ আলম দুই ভাই। দীর্ঘদিন জমিজমা নিয়ে মতবিরোধ ছিল দুই ভাইয়ের মাঝে।
সামাজিকভাবে জমিজমার বিরোধ সমাধানে আসলেও মাসখানেক পর তা আবারো দ্বন্দ্বে জড়িয়ে পরষ্পরকে আক্রমণাত্মক উস্কানি দেয়, যার পরিনতি বুধবার ইফতারের পর দুইভাই হাতাহাতিতে লিপ্ত হয়, এর ফাঁকে বড়ভাই বেদারের পুত্র তারিফ হাসান এসে দা দিয়ে হামলা করে। এসময় ছোটো ভাই মোরশেদুল আলমের এক হাত সম্পুর্ন আরেক হাতেও অংশত বিচ্ছিন্ন হয়ে যায়
এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানা ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার খবর শুনেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।