নিজস্ব প্রতিবেদক:
“সময়ের অঙ্গীকার, জলভূমি পুনরুদ্ধার” (It’s a time to wetlands restauration)এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশ অধিদপ্তর ও নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) নুনিয়ারছড়া এলাকার বিসিজির সদস্য, স্থানীয় জনগণ, ছাত্র-ছাত্রী ও জেলে-মাঝিদের সঙ্গে বিশ্ব জলাভূমি দিবস ২০২৩ উদযাপন করে।
ইউএসএআইডির আর্থিক সহায়তায় “ইকো লাইফ” প্রকল্পের অধীনে আয়োজিত বিশ্ব জলাভূমি দিবস উদযাপন অনুষ্ঠানে স্থানীয়ভাবে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি জলাভূমির বিভিন্ন পাখি এবং সামুদ্রিক বন্যপ্রাণী যেমন ডলফিন, হাঙর, শাপলাপাতা ও কচ্ছপ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
শুরুতেই সকাল ১০ টায় কলাতলী উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশ অন্বেষণা জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তীতে সকল অফিসারবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, নুনিয়ারছড়ার জনগন র্যালিতে ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করে। লাইভলিহুড ম্যানেজার ফরহাদ আল মাহমুদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
মূল প্রবন্ধ পাঠ করেন ইকো লাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম এবং জলাভূমি দিবস এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইকো লাইফ প্রকল্পের ডিপিডি ড. শফিকুর রহমান। এছাড়া জলাভূমি দিবস উপলক্ষ্যে বক্তব্য দেন কলাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার পাল, ভিসিজি সভাপতি মোঃ আলম, নুনিয়ারছড়া হাজী হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদ আহমদ, কলাতলী পরিবেশ ক্লাবের সভাপতি রুবা রুপা, নেকম সুফল প্রকল্পের জীববৈচিত্র্য স্পেসালিস্ট প্রণব মজুমদার। এছাড়া নুনিয়ারছড়া বিসিবির অন্যান্য সদস্যবৃন্দ ও নেকম এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।
অতঃপর শিক্ষার্থীরা ওয়াচ টাওয়ার থেকে দূরবীন দিয়ে বিভিন্ন প্রজাতির পাখি ও প্যারাবনের উদ্ভিদ অবলোকন করেন। এছাড়া নুনিয়ারছড়ার মিউজিয়ামে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর সাথে পরিচিত হন।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয়।