প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের বিভিন্ন প্রগতিশীল সংগঠন সমূহের উদ্যোগে বিজয়ের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বিকেল ৪ টায় ওই উৎসব অনুষ্ঠিত হবে।
২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিজয়ের সাংস্কৃতিক উৎসবের শ্লোগান দেয়া হয়েছে – ‘আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’।
এ উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে খেলাঘর সংগঠক ধ্রুব সেনকে আহবায়ক, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক চাষী ছোটনকে সদস্য সচিব ও ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তনয় দাশ সবুজকে সমন্বয়ক করে ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনিল দত্ত, খেলাঘর সংগঠক কলিম উল্লাহ, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মোসাদ্দেক আবু, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক জুয়েল কুমার ধর অর্জন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সৌরভ দেব, যুব ইউনিয়নের তথ্য ও গবেষণা সম্পাদক আজিম নিহাদ, খেলাঘর সংগঠক কফিল উদ্দিন, আবছার হাবের মো. আবছার, স্মল আর্ট স্কুলের জীয়ন্ত রাজু, সাংস্কৃতিক ইউনিয়নের আহবায়ক ক্লোরিন চাকমা, গণ সাংস্কৃতিক কেন্দ্রের ইরফানুল হাসান, উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য শাওন শর্মা নিশান, শুভজিত রুদ্র প্রমূখ।